তবে শর্তসাপেক্ষে। এদিকে আবার বহু পণ্যের উপর বসল এগ্রিকালচারাল ইনফ্রাসক্টাচর অ্যান্ড ডেভলপমেন্ট সেস। ফলে দাম বাড়ছে বহু পণ্যের। বাজেট পেশের পর বাড়ল মূল্যবৃদ্ধির আশঙ্কা।
মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে বিপুল টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে কোষাগারে বাড়়ছে ঘাটতি। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পণ্যের উপর সেস চাপানো হয়েছে। কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস বসানো হয়েছে পেট্রোল, ডিজেল, মদ, ডালের উপর।
প্রতি লিটার ডিজেলের উপর সেস বসেছে ৪ টাকা আর পেট্রলে আড়াই টাকা। স্বাভাবিকভাবেই এর সরাসরি প্রভাব পড়তে পারে পেট্রোপণ্যের দামে। পেট্রোপণ্যের দাম বাড়লে তার প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় ও খাদ্য সামগ্রীর উপর।
তাই মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে সরকারের দাবি, পেট্রল-ডিজেলের এক্সাইজ কর কমানো হয়েছে। তাই এগুলির দাম বাড়বে না।
একনজরে দেখা যাক কীসের কীসের দাম বাড়ল ও কমল
এবার দাম বাড়ছে:
মদ
সিগারেট
মোবাইল
মোবাইল চার্জার
মুসুর-ছোলার ডাল
ভোজ্য তেল
আপেল
বিদেশি তুলো
রাসায়নিক
ইলেকট্রনিক পার্টস
গাড়ির যন্ত্রাংশ
চামড়ার জুতো
ইউরিয়া
আমদানি করা কম্প্রেসার
ফ্রিজ
কন্ডিশনার (এসি)
সৌর বিদ্যুতের আলো
চিনামাটির বাসনপত্র
জামাকাপড়
এবার দাম কমছে:
সোনা
রূপো
লোহা
তামা
ইস্পাত
কাঁসা
সার
শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামালের দাম
গাড়ির যন্ত্রাংশ
বিমা
বিদ্যুৎ
স্টিলের বাসন
রত্ন
ড্রাই ক্লিনিং
কৃষির যন্ত্রপাতি