শনিবার সাত সকালে যান দুর্ঘটনায় তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় এদিন সকালে আগরতলা থেকে একটি মারুতি ভ্যান মোহনপুরের দিকে যাচ্ছিল। দমদমিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানের।
তাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাইকের চালক সুব্রত দেববর্মা, আরোহী কমল দেববর্মা এবং মারুতি ভ্যানের চালক প্রসেনজিৎ রায় আহত হয়।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং লেফুঙ্গা থানার পুলিশকে।
দমকল বাহিনীর জওয়ানদের ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে। গাড়ি এবং একটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানিয়েছেন মারুতি ভ্যান এবং বাইকের চালক দ্রুত বেগে যাওয়ার চেষ্টা করছিল। নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানিয়েছেন আগরতলা মোহনপুর সড়কে যানবাহন চলাচল করে থাকে।
যানবাহন নিয়ন্ত্রণ এর জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সে কারণেই ঘনঘন এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ।