অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। সাধারণত সেবামূলক কাজের স্বীকৃতি জানাতে ভারতীয় সেনার পক্ষ থেকে প্রতিবছর ‘চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন’ পদক তুলে দেওয়া হয়। যথারীতি এবারও এই সম্মান দেওয়া হয়েছে। কিন্তু এবার এই বিরল সম্মান পেল দেশের অশ্বারোহী বাহিনীর এক বিশ্বস্ত ঘোড়া। রবিবার দিল্লি ক্যান্টনমেন্টের কারিয়াপ্পা ময়দানে সেনাবাহিনীর অনুষ্ঠানে ঘোড়া ‘রিও’র গলায় পদক ঝুলিয়ে দেন দেশের সেনাপ্রধান এম এম নারাভানে।
২২ বছরের এই ঘোড়া রিও জয়পুরের ৬১ নম্বর অশ্বারোহী রেজিমেন্টের কাছে অত্যন্ত জনপ্রিয়। গত ১৮ বছর ধরে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নিয়মিত অংশ নিয়েছে সে। ১৮ বছরে তার ব্যতিক্রম হয়নি। শেষ ১৬ বছর ধরে সে এই রেজিমেন্টের সেনাপতির দায়িত্বে রয়েছে। সাধারণত ২২ বছর বয়সেই ঘোড়াদের অবসর দেওয়া হয়। কিন্তু রিওর সর্তকতা, শারীরিক সক্ষমতা ও তীক্ষ্ণ প্রতিক্রিয়া এখনও চমকে দেওয়ার মতো।
উল্লেখ্য, ১৯৫৩-এর ১ অগস্ট ৬টি রাজ্যের একত্রীকরণে তৈরি হয় ৬১ অশ্বারোহী রেজিমেন্ট। এই রেজিমেন্ট ৩৯ টি যুদ্ধ সংক্রান্ত সম্মান পেয়েছে। এছাড়াও ঘোড়া নিয়ে খেলা এবং পোলোয় বিশেষ সুনাম অর্জন করেছে এই ৬১ রেজিমেন্ট। এই রেজিমেন্টের ঝুলিতে রয়েছে একাধিক পদক। ১৯৬৫ ভারত-পাক যুদ্ধে ৬১ অশ্বারোহী রেজিমেন্টের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এই রেজিমেন্ট রাজস্থানের গঙ্গানগর সেক্টরে মোতায়েন ছিল। ১০০ কিলোমিটার এলাকার সুরক্ষার দায়িত্ব ছিল এই রেজিমেন্টের উপর। সে সময় ওই এলাকা দিয়ে একটিও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের সময় ৬১ রেজিমেন্টের দায়িত্ব ছিল রাষ্ট্রপতি ভবনের সুরক্ষা নিশ্চিত করার।