অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। সাধারণতন্ত্র দিবসের দিন লালকেল্লার সংঘর্ষের ঘটনা নিয়ে মন কি বাত অনুষ্ঠানে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেডিওর এই মাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাধারণতন্ত্র দিবসের দিন লালকেল্লায় যেভাবে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে তাতে আমি দুঃখিত। তবে শুধু আমি একা নই, গোটা দেশ এই ঘটনায় ব্যথিত। কোনওভাবেই এই ঘটনা মেনে নেওয়া যায় না।
এর আগেও লালকেল্লার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, আইন আইনের পথে চলবে। সরকার কোনরকম হস্তক্ষেপ করবে না। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন উত্তেজিত কৃষকরা ঢুকে পড়েছিলেন লালকেল্লায়। সেখানে পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় লালকেল্লার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। যা মেরামতের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত লালকেল্লা বন্ধ রাখার নির্দেশ দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
সাধারণতন্ত্র দিবসের দিন লালকেল্লায় পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষে এক কৃষকের মৃত্যু হয়েছিল। অনেকেই আহত হয়েছিলেন। যাদের মধ্যে তিনশোর বেশি পুলিশ কর্মী ছিলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন করোনার টিকাকরণ নিয়েও মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দ্রুততম টিকাকরণ চলছে ভারতে। এটাই আত্মনির্ভর ভারত। প্রধানমন্ত্রীর দাবি, বিশ্বের যে কোন দেশের তুলনায় দ্রুততম টিকাকরণ চলছে ভারতে। ইতিমধ্যেই ৩০ লাখের বেশি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়ে গিয়েছে। আমরা এই কাজ করেছি মাত্র ১৫ দিনে।
একইরকম পরিমাণ টিকাকরণ করতে আমেরিকার সময় লেগেছে ১৮ দিন ব্রিটেনের ৩৬ দিন। করোনার মতো অতিমারী পরিস্থিতিতে সবাই যেভাবে এক জায়গায় এসে আত্মনির্ভর ভারত গঠনের চেষ্টা করেছে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন আত্মনির্ভর ভারতের পরিচয়। গোটা দেশের গর্ব। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশ ভারত থেকে করোনার ভ্যাকসিন চাইছে। তার কারণ ভারত শুধু ওষুধ নয় ভ্যাকসিনের ক্ষেত্রেও আত্মনির্ভর হয়ে উঠেছে।