প্রধানমন্ত্রী কুমিরের কান্না কাঁদছেন, মোদিকে তোপ কংগ্রেসের

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। রবিবার রেডিওর মাসিক অনুষ্ঠান মন কি বাত অনুষ্ঠানে সাধারণতন্ত্র দিবসের দিন লালকেল্লার ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, লালকেল্লার ঘটনায় তিনি ব্যথিত। তবে শুধু তিনি একা নন, গোটা দেশের মানুষের মনে আঘাত দিয়েছে ওই ঘটনা। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর যথারীতি তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস।

দলের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং টুইট করে বলেন, প্রধানমন্ত্রী আসলে কুমিরের কান্না কাঁদছেন। এদিন মোদিকে এ প্রসঙ্গে কড়া ভাষায় আক্রমণ করেন দিগ্বিজয়। তিনি জানতে চান, স্বাধীনতার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দীর্ঘদিন জাতীয় পতাকা তুলতে অস্বীকার করেছিল। তখন আপনি কেন ব্যথিত হননি? আসলে প্রধানমন্ত্রী যা করেন সবই লোক দেখাতে। প্রধানমন্ত্রী চোখের এই জল কুমিরের কান্না ছাড়া কিছুই নয়।

একইসঙ্গে দিগ্বিজয় প্রশ্ন তোলেন, দীপ সিধুর ব্যাপারটা কি হল সেটা কি দেশবাসীকে জানাবেন প্রধানমন্ত্রী? অন্য কৃষক নেতারা যেখানে লালকেল্লায় ঢোকার অনুমতি পাননি সেখানে দীপ কি করে লালকেল্লায় ঢোকার অনুমতি পেয়েছিলেন? ঘটনার সময় দিল্লি পুলিশ কি করছিল?এই মুহূর্তে দীপ কোথায়? আমি নিশ্চিত এই মুহূর্তে দীপ কোথায় আছে সেটা জানেন মোদি। সরকার কিন্তু মানুষকে বোকা বানাচ্ছে।

উল্লেখ্য, এবারের সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় কৃষক সংগঠনের পতাকা উড়িয়েছিলেন বিক্ষুব্ধ কৃষকরা। একইসঙ্গে ফেলে দেওয়া হয়েছিল তেরঙা পতাকা। ওই ঘটনার নিন্দায় সরব হয় গোটা দেশ প্রধানমন্ত্রীর মন কি বাতে এদিন সেই কথা উঠে এসেছে। এবার মোদিকেই তার পাল্টা দিল জবাব দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?