সভায় আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বলেন আত্মনির্ভর ভারতের ইঞ্জিন হল ইঞ্জিনিয়াররা। এই বিষয়টা বর্তমান রাজ্যসরকারের গোচরে রয়েছে। কিন্তু বর্তমান সরকার অনেক গুলি সমস্যার মধ্যদিয়ে চলছে। তার পরও যা যা করা সম্ভব রাজ্য সরকার নিশ্চয় করবে। বেআইনি ভাবে কোন কিছু করা যাবে না।
সবকিছু করা হবে। তার জন্য কিছুটা সময় দিতে হবে। বিজেপি চল পাল্টাই শ্লোগান দিয়েছিল। চলো পাল্টাই মানে মন্ত্রী পরিবর্তন নয়। চলো পাল্টাই মানে সরকারের চিন্তা ভাবনার পরিবর্তন। অর্থ দপ্তর গুরুত্বপূর্ণ নয়। অর্থ দপ্তরের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। কর্মচারীদের পদোন্নতির বিষয়টি সম্পর্কেও সরকার অবগত রয়েছে। প্রমোশন না হলে কাজের গতি কমে যায়। তাই কি ভাবে কি করা যায় তার চিন্তা ভাবনা করা হচ্ছে।
বর্তমান সরকার যে সমস্যা গুলির মুখোমুখি হচ্ছে, তার বেশীরভাগ পূর্বতন সরকারের সৃষ্টি করা সমস্যা। উত্তরাধিকারী হিসাবে এই সমস্যা গুলি বহন করছে বর্তমান রাজ্য সরকার। এই সমস্যা গুলি থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে। তার উপর করোনা পরিস্থিতির জেরে রাজস্ব কম সংগ্রহ হচ্ছে। এতে করে সেন্ট্রাল ট্যাক্সের শেয়ার কম পাওয়া যাচ্ছে। জিএসটিও কমে গেছে। সমগ্র দেশ তথা সমগ্র বিশ্ব এই সমস্যার মধ্যদিয়ে চলছে।