রাজ্যের চিরাচরিত সংস্কৃতি-ভাষা-ইতিহাস রক্ষা করার জন্য সরকার প্রতিশ্রতিবদ্ধ : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ জানুয়ারি।। রাজ্যের চিরাচরিত সংস্কৃতি-ভাষা-ইতিহাস রক্ষা করার জন্য সরকার প্রতিশ্রতিবদ্ধ৷ কোনভাবেই এই বিষয়গুলির উপর যাতে কোন আঁচ না পড়ে তারজন্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ আজ জম্পইজলা মহকুমার অন্তর্গত গোলাঘাটি কৃষক সম্মান পার্কে বুড়িমা বা তুইমা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ তিনি বলেন, রাজ্যে জনজাতিদের নিজস্ব যে সংস্ক’তি এবং ভাষা রয়েছে তা খুবই প্রাচীণ এবং সমৃদ্ধ৷

এই সাংস্কৃতিক ঐতিহ্য যাতে বজায় থাকে সেজন্য বলিষ্ঠ ভূমিকা নেবার জন্য তিনি নতুন প্রজন্মের যুবক-যুতীদের প্রতি আহ্বান জানান৷ উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এডিসি এলাকায় অবস্থিত ১২টি ব্লককে বিশেষ অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে ঘোষণা করে সেখানকার উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে৷ জনজাতি সম্পদায়ের লোকজন যাতে উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে না পড়ে সেজন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বলেন, রাজ্যের দুই তৃতীয়াংশ এলাকা নিয়ে এডিসি গঠিত হয়েছে এবং এই এলাকায় ১৯টি জনজাতি সম্পদায়ের মানুষ বসবাস করেন৷

জনজাতিদের উন্নয়নের বিষয়টির দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসেবে ঘোষণা করার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে৷ তিনি বলেন, এডিসিকে শুধু শক্তিশালী করাই নয় জনজাতিরা যাতে নানা উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে নিজেদের অবস্থা আরও উন্নত করতে পারে সেজন্য রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে৷ তিনি বলেন, লকডাউনের সময় সাধারণ মানুষ যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য বিভিন্ন পেশার মানুষকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে৷ তিনি বলেন, রাজ্য সরকার গঠনের তিন মাসের মধ্যে আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে রেখে জনজাতিদের দীর্ঘদিনের একটা দাবী পূরণ করা হয়েছে৷

অনুষ্ঠানে সভাপতির ভাষণে বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বুড়িমা এবং তুইমা উৎসবের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান মহঃ জসীম উদ্দীন৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, পুলিশ সুুপার কৃষ্ণেন্দ চক্রবর্তী, জম্পইজলার মহকুমা শাসক সঞ্জিৎ দেববর্মা ও জম্পইজলা ব্লকের বিডিও বরুণ দেববর্মা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?