তার জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ্য টাকা। অনেক আগে থেকে জগন্নাথ দিঘি পার্কের কাজ শুরু হয়েগেছে। তবে করোনা ভাইরাসের প্রকোপের কারনে কাজ কিছুটা ধির গতিতে চলছে।
রবিবার জগন্নাথ দিঘি পার্কের নির্মাণ কাজ সর জমিনে ঘুরে দেখেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ শৈলেস কুমার যাদব। জগন্নাথ দিঘি পার্ক ঘুরে দেখার পর তিনি জানান এখনো কিছু কিছু কাজ বাকি রয়েছে।
সেই কাজ গুলিকে দ্রুত শেষ করার জন্য কাজের বরাত প্রাপ্ত ঠিকেদারকে নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যে জগন্নাথ দিঘি পার্ক সাধারন মানুষের জন্য উন্মুক্ত কজ্রে দেওয়া হবে।
পাশাপাশি তিনি জানান ২০২২ সালের মার্চ মাসের মধ্যে স্মার্ট সিটির কাজ শেষ করার প্রচেষ্টা চলছে।