অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। ভোটের আগে বাংলায় ফের উঠে আসছে বেআইনি অনুপ্রবেশ ইস্যু। এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রাজ্যভিত্তিক বেআইনি অনুপ্রবেশকারীর তালিকা তৈরির নির্দেশ দিলেন কেন্দ্রীয় তথ্য কমিশনার।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই এই তালিকা জমা পড়বে।জানা গিয়েছে, রাজ্যে আইনি ও বেআইনি অনুপ্রবেশকারীর বর্তমান সংখ্যা জানতে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন উৎপল কুমার রায় নামে এক ব্যক্তি। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই তালিকা থাকার কথা। কিন্তু উৎপলবাবুকে মন্ত্রক জানায় এই সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে নেই।
এর পর কেন্দ্রীয় তথ্য কমিশনের দ্বারস্থ হন ওই ব্যক্তি। এরপরেই কমিশন কেন্দ্রকে নির্দেশ দেয় রাজ্যের সঙ্গে আলোচনা করে দ্রুত এই তথ্য তৈরি করতে হবে। ৩১ মার্চের মধ্যে এই সংক্রান্ত রিপোর্টও জমা দিতে হবে।