অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, দেশে করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল হয়েছে। কমেছে দৈনিক সংক্রমণের হার। সেই বক্তব্যকে কাজে লাগিয়ে দেশের মাটিতেই এ বার আইপিএল আয়োজনের কথা ভাবছে ভারতীয় বোর্ড। তেমনই ইঙ্গিত দিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। তেমন হলে বিরাট কোহলিদের কোভিডের টিকাও দেওয়া হতে পারে।
ধুমল বলেছেন, “ভারতে আইপিএল করা নিয়ে ইতিমধ্যেই আমরা ভাবনাচিন্তা করছি। আশা করছি সফল ভাবে আয়োজন করা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিকল্পের কথা ভাবছি না আমরা। এখন কোভিডের দিক থেকে ভারতের অবস্থা সংযুক্ত আরব আমিরশাহির থেকেও ভাল। যদি এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং উন্নত হয়, তাহলে ভারতেই আইপিএল হবে।” ক্রিকেটারদের কোভিড টিকা দেওয়ার প্রসঙ্গে ধুমলের বক্তব্য, “সরকারের নির্দেশ অনুযায়ী কোভিডের বিরুদ্ধে সামনে থেকে লড়া কর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু সরকারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি আমরা। ক্রিকেটারদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায় তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে।”
তারই মধ্যে শনিবার কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক ঘোষণা করেছে, এ বার থেকে মাঠে একশো শতাংশ দর্শককে প্রবেশাধিকার দেওয়া হবে। যে ঘোষণায় দেশেই এ বারের আইপিএল আয়োজন করা আরও সহজ হয়ে গেল ভারতীয় বোর্ডের পক্ষে। এত দিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ অনুযায়ী ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার ছিল। কিন্তু করোনার হানায় সেই ঝুঁকি নিতে চায়নি কোনও রাজ্য ক্রীড়া দফতর।
কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘প্রত্যেকটি স্টেডিয়ামে একশো শতাংশ সমর্থকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। বড় প্রতিযোগিতা আয়োজন করার ক্ষেত্রে দেখা হবে, অতিরিক্ত ভিড় যেন কোথাও না জমে যায়।’’ তবে সমর্থকদের বিশেষ কিছু নিয়ম মানতে হবে। যেমন মাস্ক পরেই মাঠে আসতে হবে। প্রত্যেকের কাছে স্যানিটাইজার থাকতে হবে। ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। যদি টিকা নেওয়া হয়ে গিয়ে থাকে, সেই প্রমাণপত্রও রাখতে হবে নিজেদের কাছে। সে সব দেখার পরেই তাঁকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে।