গতকাল রাত তিনটা নাগাদ দুস্কৃতিকারীরা বাড়িতে ঢুকে তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে মানিকপুর থানার পুলিশ এবং পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ এলাকায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।