স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জানুয়ারি।। কুষ্ঠ রোগ দিবস উপলক্ষ্যে শনিবার থেকে শুরু হল পশ্চিম জেলায় কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা শিবির। এই সচেতনতা শিবির চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এইদিন পশ্চিম জেলা ভিত্তিক সচেতনতা শিবিরে আনুষ্ঠানিক সূচনা হয় আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ শৈলেশ কুমার যাদব। এইদিনের সচেতনতা শিবিরে জেলা শাসক ছাড়াও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পশ্চিম জেলার জেলা শাসক ডঃ শৈলেশ কুমার যাদব সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান একটা সময় ভয়াবহ রোগ হিসাবে পরিচিত ছিল কুষ্ঠ রোগ।
কিন্তু বর্তমানে কুষ্ঠ রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সমস্যা হচ্ছে কুষ্ঠ রোগের পরীক্ষা কম করা হচ্ছে। ফলে কুষ্ঠ রোগ আক্রান্তরা অনেক দেরিতে শনাক্ত হচ্ছে। ততক্ষণে এই রোগ অনেকের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাই ভারত সরকার কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা শিবির শুরু করেছে দুই সপ্তাহ ব্যাপী। এই দুই সপ্তাহ নানান কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। শনিবার পশ্চিম জেলা ভিত্তিক কুষ্ঠ রোগ সচেতনতা শিবিরের উদ্ধোধন করা হয়েছে। এইদিনের অনুষ্ঠানে কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়া বেশকয়েকজনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।