লেভান্তের কাছে হেরেও হাল ছাড়ছে না রিয়াল

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। প্রায় পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা রিয়াল মাদ্রিদ লেভান্তের কাছে হেরেও লা লিগায় নিজেদের শেষ দেখতে চাইছে না। ম্যাচের ফলকে যন্ত্রণাদায়ক হিসেবে আখ্যা দিলেও সহকারী কোচ দাভিদ বেত্তোনি বলছেন, এখনো তাদের সম্ভাবনা আছে। শনিবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে সফরকারী লেভান্তে। লা লিগার চলমান আসরে রিয়ালের এটি চতুর্থ হার।

ম্যাচের নবম মিনিটে এদার মিলিতাও সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই ধাক্কা সামলে চার মিনিট পর মার্কো আসেনসিও এগিয়ে দেন রিয়ালকে। ঘুরে দাঁড়িয়ে ৩২তম মিনিটে ম্যাচে সমতা টানেন হোসে মোরালেস। এরপর ৬৪তম পেনাল্টি ঠেকিয়েও রিয়ালকে রক্ষা করতে পারেননি থিবো কোর্তোয়া। যিনি ব্যর্থ হয়েছিলেন, সেই রজার মার্তিই লক্ষ্যভেদ করে উল্লাসে মাতান লেভান্তেকে।

২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লস ব্লাঙ্কোসরা রয়েছে তালিকার দুই নম্বরে। তারা হোঁচট খাওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে থাকা রিয়ালের শহর প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট ৪৭। তারা আবার দুই ম্যাচ কম খেলেছে। সেভিয়া ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে তিনে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ম্যাচ শেষে গণমাধ্যমের কাছে বেত্তোনি বলেছেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য যন্ত্রণাদায়ক। কিন্তু এখনো আমাদের সম্ভাবনা আছে।’

করোনাভাইরাসে আক্রান্ত জিনেদিন জিদানের অনুপস্থিতিতে রিয়ালের ডাগআউটে দাঁড়ানো এই কোচ যোগ করেছেন, ‘রিয়াল মাদ্রিদের ভক্তদের উচিত বিশ্বাস ধরে রাখা। কারণ, তারা জানে যে, আমরা এমন একটা দল, যারা অন্তিম সময় পর্যন্ত সব ধরনের শিরোপার জন্য লড়াই করি এবং সেগুলো জিততে চেষ্টা করি।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?