অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। কোপা লিবের্তাদোরেসের ‘অল ব্রাজিলিয়ান’ ফাইনাল জিতেছে পালমেইরাস। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সমতুল্য দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার শিরোপা জিতল দলটি। ব্রাজিলের রিও ডে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শনিবারের শিরোপা লড়াইয়ে ১-০ গোলে জিতেছে সাও পাওলোর ক্লাব।
এদিন প্রথমার্ধে কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সান্তোস লক্ষ্যে কয়েকটি শট নিলেও তা পালমেইরাস গোলরক্ষক ওয়েভেরতনকে পরীক্ষায় ফেলতে পারেনি। জয়সূচক গোলটি আসে যোগ করা সময়ে। নবম মিনিটে ডান দিক থেকে দুর্দান্ত এক ক্রস বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রনি, আর লাফিয়ে হেডে শিরোপা নিশ্চিত করেন লোপেস।
পালমেইরাস এখন ফেব্রুয়ারিতে ক্লাব বিশ্বকাপ খেলবে কাতারে। ম্যাচটিতে দর্শকদের প্রবেশের অনুমতি না থাকলেও আমন্ত্রিত অতিথিই ছিলেন প্রায় ৫ হাজার। স্থানীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে ক্লাব কর্মকর্তারা তাদের মাঠে নিয়ে আসেন।
ম্যাচটি গত ২১ নভেম্বর হওয়ার কথা থাকলেও করোনার কারণে দেরি হয়ে গেছে।এদিন জয়ের পর পালমেইরাস রীতিমতো জনজোয়ার নিয়ে উৎসবে মেতেছে। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে সমর্থকেরা মিছিল করছেন।