অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।।মনে আছে স্টার জলসা খ্যাত মা ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিককে! দেখুন তো দেখে চিনতে পরছেন কি না! সেই ছোট্ট ঝিলিক এখন কিন্তু আর ছোট্টটি নেই সে এখন অনেক বড় হয়ে গিয়েছে। অনেক নেটিজেনদের ঘুম আসে না তাঁর ছবি দেখে৷
কারণ সেই মা সিরিয়ালের ছোট্ট ঝিলিক ওরফে তিথি বসু এখন রীতিমত নিজের শরীরের উষ্ণতার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মডার্ন ফ্যাশানের অধিকারী তিথি ভক্তদের পছন্দ তিথির আরও একটি বিষয়ও। সোশ্যাল মিডিয়াতে তিথি নিজের স্টারডমকে পুরোপুরি ভুলে নিজেকে মেলে ধরেন সবসময়েই।
ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কে খোলামেলা অনেক আগুন ছবি পোস্টিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন দূর্দান্ত কিছু ছবি। ইনস্টাগ্রামে প্রায় নিত্যদিন ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবি পোস্টের মাধ্যমেই তাঁর মধ্যে যে কোথাও একটা ফ্যাশানিস্তা লুকিয়ে আছে তা বোঝা যায়।
তবে টেলি অভিনেত্রী তিথি বসু, এই নামে তাঁকে অধিকাংশ মানুষই চেনেন না। তিথিকে তাঁর পর্দার নাম ঝিলিক বলেই সম্বোধণ করতে ভালোবাসে ভক্তরা। সামাজিক মাধ্যমে প্রচণ্ড সক্রিয় তিথি।
ছোট ঝিলিকের হট অবতার এখন অন্তর্জালে ভাইরাল। নানা ছবিতে, বিভিন্ন ধরনের ফ্যাশানেবল পোশাকে দেখা যায় তাঁকে। যা দেখে জেন এক্সের বহু মেয়েরাই অনুসরণ করে চলেছে তিথিকে।
ছোট্ট তিথি বসুর শেষ ইনস্টাগ্রাম ছবিতে আবারও হট লুকে অবতীর্ণ হয়েছেন তিনি। পরনে ব্লাক স্কার্ট, ধূসর বর্ণের ক্রপ টপ, চুল বাঁধা, ঠোঁটে লাল লিপস্টিক, অসাধারণ আগুল লুকে ধরা দিলেন তিনি, দেখে বোঝাই যাচ্ছে ফটোশ্যুট চলছে তাঁর।
মুহূর্তে ছবির পছন্দের সংখ্যা গড়িয়েছে প্রায় আট হাজার। একের পর এক ছবি আপলোড করে সকলের ঘুম কাড়ছেন তিথি। নিজেকে সুন্দরীদের তালিকায় রাখতে ছোট্ট পোশাকে শরীরে লালিত্ব ঝরাচ্ছেন সেই খুদে পরী।