ইতিমধ্যে পশ্চিম জেলায় এই কর্মসূচিকে সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা শাসকের উপস্থিতিতে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করা হয়েছে। পোলিও খাওয়ানোর কাজে যারা নিযুক্ত থাকবে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিষ দাস।
পাশাপাশি তিনি পশ্চিম জেলার সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান শূন্য থেকে ৫ বছর বয়সী তাদের সন্তানদের রবিবার নিকটবর্তী বুথে নিয়ে গিয়ে পোলিও খাওয়ানোর জন্য। তিনি আরও জানান রবিবার কোন কারনে কোন শিশুকে যদি পোলিও খাওয়ানো না যায় তবে পরবর্তী দুইদিন স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি ভিজিট করবে। এবং শিশুদের পোলিও খাওয়াবে।