হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহারাজ

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। শনিবার থেকে চিকিৎসকদের পরামর্শে কেবিনেই হাঁটাচলা করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। অবশেষে রবিবার হাসপাতাল থেকে ছুটি পেলেন মহারাজ। বাড়ি ফিরে শরীর ভালো থাকলে আজকের গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিংয়েও উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার অ্যাঞ্জিওপ্লাস্টি করে মহারাজের হৃদযন্ত্রে আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে। গোটা প্রক্রিয়াটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তাঁর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকঠাক কাজ করছে বলে জানা গিয়েছে। নিজের পছন্দের লাল বিএমডব্লুতেই বাড়ি ফিরছেন মহারাজ।

প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। তাঁর হার্টে তিনটি ব্লকেজ পাওয়া যায়। ওই দিনই একটি স্টেন্ট বসানো হয়। ৭ জানুয়ারি বাড়ি ফেরেন সৌরভ। বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিন্তু তার ঠিক ২০ দিন পর ২৭ জানুয়ারি, বুধবার ফের বুকে ব্যথা অনুভব করায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ।

কার্ডিওলজিস্ট আফতাব খানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। বৃহস্পতিবার ডঃ দেবী শেঠির পাশাপাশি ডঃ অশ্বিন মেহতা আসেন। এরপরেই স্টেন্ট বসানোর সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার দুপুরেই আরও দু’টি স্টেন্ট বসে সৌরভের। ডঃ অশ্বিন মেহেতা স্টেন্ট বসান সৌরভ গাঙ্গুলির। এরপরই সুস্থ হয়ে আজ বাড়ি ফিরলেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?