পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ জানুয়ারি।। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচির আজ সূচনা হয় আগরতলা পুর নিগমের ৩৬নং ওয়ার্ডে৷ এই ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ কমিউনিটি হলে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণের সূচনা করেন বিধায়ক মিমি মজমদার৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ ও রোগপ্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা ও সদর মহকুমা শাসক অসীম সাহা৷

অনুষ্ঠানে বিধায়ক মিমি মজমদার সাংবাদিকদের জানান, ২০১৪ সালে ভারত পোলিও মুক্ত দেশ ঘোষিত হলেও পৃথিবী থেকে এই রোগ নির্মল হয়নি৷ পোলিও যাতে আমাদের মধ্যে সংক্রমিত না হতে পারে সেই লক্ষ্যেই ০-৫ বছরের শিশুদের পালস পোলিও টিকাকরণের আওতায় আনা হয়৷ স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস৷ তিনি জানান, পশ্চিম জেলায় এবার ৬২,৪৫৪ জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে৷ এজন্য জেলায় ৭৫৭টি পোলিও টিকাকেন্দ্র খোলা হয়েছে৷ যে সকল শিশুরা আজ পালস পোলিও ডোজ খেতে পারবেনা আগামী দু’দিন স্বাস্থ্যকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে তাদের পালস পোলিও খাওয়াবেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?