‘দাগি অপরাধী’দের তালিকায় নাম কাফিল খানের, আজীবন নজরদারি চালাবে যোগী সরকার

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চিকিৎসক কাফিল খানের সঙ্গে সংঘাত কিছুতেই মিটছে না যোগী আদিত্যনাথ সরকারের। তাঁর বিরুদ্ধে আনা দেশদ্রোহীতার মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে আদালত। এলাহাবদ হাইকোর্টের নির্দেশে জেলের বাইরেও রয়েছেন কাফিল খান।

কিন্তু, এতেও নিজেদের অবস্থান থেকে হঠতে নারাজ যোগী সরকার। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার গোরক্ষপুরের বিতর্কিত এই চিকিৎসককে ‘দাগি অপরাধী’দের তালিকায় ঢুকিয়ে দিয়েছে। তালিকায় মোট ৮১ জনের নাম আছে। নাম রয়েছে কাফিল খানেরও। এরফলে, আজীবন কাফিল খানের গতিবিধির উপর নজর রাখবে উত্তরপ্রদেশ সরকার।

উল্লেখ্য, ২০১৭ সালের অগাস্ট মাসে উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে একদিনে ৬০টি শিশুর মৃত্যু হয়েছিল। ঘটনার জেরে প্রথমে সরিয়ে দেওয়া হয়েছিল ওই হাসপাতালের চিকিৎসক কাফিল খানকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ৯ মাস পর জেল থেকে ছাড়া পেয়ে কাফিল খান অভিযোগ করেছিলেন, নিজেদের গাফিলতি ঢাকতেই তাঁকে গ্রাফতার করেছিল যোগী সরকার।

এছাড়াও একাধিক ইস্যুতে বিজেপি’র বিরুদ্ধে মুখ খুলেছেন কাফিল খান। সিএএ এর বিরোধীতার নাম করে গত বছর তাঁর ‘বিরুদ্ধে হিংসাত্মক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল। গত বছর ২৯ জানুয়ারি তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারও করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?