রাজধানীর আই টি আই সংলগ্ন স্থানে অনুরূপ ভাবে পোলিও ডোজ খাওয়ানো ব্যবস্থা করা হয়। সেই স্থানে নিজের ছেলেকে নিয়ে জান এলাকার বাসিন্দা রাজীব মিত্র। সেখানে ছিলেন নোডাল অফিসার ডাঃ চন্দন দেবনাথ। তিনি তাদের কাছে বলেন শিশুটিকে নিজে পোলিও ডোজ খাওয়াবেন। সেই ছবি তুলতে।
কিন্তু এতেই ঘটে বিপত্তি। নোডাল অফিসার ডাঃ চন্দন দেবনাথ পোলিও ডোজ হিসাবে দুই ফোটা দেওয়ার পরিবর্তে শিশুটির মুখে দেন প্রায় ১০ থেকে ১২ ফোটা। এই দৃশ্য নজরে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে শিশুটির অভিভাবক। তিনি চিকিৎসকের কাছে জানতে চান অতিরিক্ত ফোটা কেন দেওয়া হল শিশুটিকে।
এই অতিরিক্ত ডোজ থেকে শিশুটির আগামী দিনে কোন সমস্যা হবে কিনা তাও জানতে চায় অভিভাবক। কিন্তু চিকিৎসক জানায় তাঁর ভুল হয়ে গেছে। শিশুটির কিছু হলে তাঁর দেখভালের দায়িত্ব তিনি নেবেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমায় আশপাশের মানুষ। চিকিৎসকের কাছে এই বিষয়ে কৈফিয়ৎ চায়।
কোন সন্তোষজনক উত্তর না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় নোডাল অফিসার ডাঃ চন্দন দেবনাথের বিরুদ্ধে সি এম ও- অফিসে সোমবার লিখিত অভিযোগ দায়ের করবেন।