অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।।সোমবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে সমস্ত সিনেমা ও থিয়েটার হলে ১০০ দর্শক প্রবেশ করতে পারবে। নতুন এক নির্দেশিকা জারি করে এই কথা জানাল কেন্দ্র। কয়েকদিন আগেই কেন্দ্র সকলের জন্য সুইমিংপুল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে কোভিড সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা রাজ্যগুলিকে পাঠানো হয়েছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রেক্ষাগৃহ, থিয়েটার হল ও মাল্টিপ্লেক্সে ১০০ শতাংশ সিটিং ক্যাপাসিটি করা হচ্ছে। অর্থাৎ এবার থেকে ১০০ শতাংশ দর্শকই হলে প্রবেশের অনুমতি পাবেন। তবে আগামী দিনেও বেশকিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন দর্শকদের সকলকেই মাস্ক পরতে হবে, স্যানিটাইজার বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং দুটি শোয়ের মধ্যে কিছু তফাৎ রাখতে হবে।
কারণ ওই সময়ের মধ্যে প্রেক্ষাগৃহে জীবাণুমুক্ত করতে হবে। উল্লেখ্য, ২০২০-র মার্চের শেষ থেকেই প্রেক্ষাগৃহ থিয়েটার হল বন্ধ হয়ে গিয়েছিল। অক্টোবর মাসে তা চালু করার অনুমতি দেওয়া হলেও বলা হয়েছিল, ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি পাবে। কারণ বদ্ধ আবহাওয়ায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। সে কারণেই ১০০ শতাংশ দর্শকের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
তবে ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খোলায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন মালিকরা। সমস্যা ছিল মাল্টিপ্লেক্সেও। তাই বারবার তারা সরকারের কাছে ১০০ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানান। শেষ পর্যন্ত কেন্দ্র থিয়েটার হল, মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহে ১০০ দর্শক প্রবেশের অনুমতি দিল।