অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। ই-কমার্স জায়ান্ট আমাজনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফ্রান্সের কয়েকটি শহরের মানুষ। পুঁজিবাদ বিরোধী ও পরিবেশবাদী এসব মানুষ দেশটিতে আমাজনের একটি ওয়্যারহাউস স্থাপনের বিরোধিতা করে আসছে।
আলজাজিরা জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক আমাজন ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ফোরনেসের কাছে বিশ্ব ঐতিহ্য ঘোষিত এলাকায় পন্ত-দ্যু-গার্দে ৩৮ হাজার বর্গমিটারের একটি ওয়্যারহাউস স্থাপন করছে।শনিবার ওই এলাকায় মানুষ বিক্ষোভে নামে।
প্রায় এক হাজারের মতো মানুষ মানববন্ধন গড়ে তোলে। আমাজনের ওই পাঁচতলা স্থাপনার সমান ১৮ মিটার উঁচু বেলুন উড়ান তারা, যেখানে আমাজন বিরোধী স্লোগান লেখা ছিল।
ফরাসি নাগরিক গোষ্ঠীর প্ল্যাটফর্ম অ্যাটাকের মুখপাত্র রাফেল প্রাদ্যু বলেন, ফারনেস ও তার আশপাশের মানুষ দুই বছর ধরে আমাজনের বিশাল এই ওয়্যারহাউস স্থাপনের বিরুদ্ধে লড়ছে।
তিনি বলেন, ‘আমরা দেখাতে চাই যে এটি কোনো বিচ্ছিন্ন লড়াই নয়। আমাজনের এই কাজ থামাতে আমরা শত শত মানুষকে একত্রিত করতে পারি। ’
কৃষিজমি হ্রাসের জন্য বড় বড় কোম্পানির এসব উদ্যোগকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা। তাদের ভাষ্য, এর কারণে উল্লেখযোগ্য হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশগত বৈচিত্র্য হারাচ্ছে।
বিক্ষোভকারীরা আমাজনের বিরুদ্ধে বিশাল বিশাল ব্যানার লাগায়। যেখানে লেখা আছে, ‘আমাজনকে থামাও’, ‘এখানে বা কোনোখানে তোমাকে চাই না’।ব্যানারকে সামনে রেখে তারা গাছ রোপণও করে।
করোনা মহামারিতে লকডাউনে ঘরবন্দী থাকা মানুষের মধ্যে আমাজনের পণ্য কেনার প্রবণতা বেড়েছে। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে কোম্পানিটির আয় বেড়েছে। বিষয়টি ফ্রান্সে তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর হতাশা বাড়িয়ে দিয়েছে।
তাদের মতে, স্থানীয় পণ্য বেচাকেনার যে দীর্ঘ ঐতিহ্য সেটিকে দখল করে নিচ্ছে মার্কিন ভোক্তা সংস্কৃতি। এ ছাড়া আমাজনের আধিপত্যের কারণে অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছেন। সেটিরও নিন্দা জানায় পুঁজিবাদ বিরোধী সংগঠকেরা।