অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাঁচজন আইনজীবী পদত্যাগ করেছেন।
স্থানীয় সময় শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ কথা বলা হয়েছে।সিনেটে ট্রাম্পের বিচার শুরুর মাত্র অল্প সময় আগে তার সঙ্গে মতভিন্নতার জেরে ওই পাঁচজন আইনজীবী টিম থেকে বেরিয়ে যান।
সিএনএন অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, এই পাঁচজনের মধ্যে দুজন ট্রাম্পের আইনজীবী দলের নেতৃস্থানীয়।ট্রাম্পের আইনি কৌশলের সঙ্গে তারা একমত হতে পারেননি।
সূত্র আরও বলছে, ট্রাম্প চাচ্ছেন ক্ষমতা ছাড়ার পরও একজন প্রেসিডেন্টকে অভিশংসিত করার বৈধতা নিয়ে কথা বলার চেয়ে নির্বাচনে জালিয়াতির তার ভিত্তিহীন অভিযোগকেই আইনজীবীরা গুরুত্ব দিক।
এদিকে এ খবরের প্রতিক্রিয়ায় ট্রাম্পের উপদেষ্টা জাসন মিলার টুইট করে বলেছেন, আমরা অনেক কাজ করেছি। কিন্তু আমাদের আইনজীবী দল নিয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, শিগগিরই এটি হবে।
আগামী ৯ ফেব্রুয়ারি সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৩ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদ ঐতিহাসিক দ্বিতীয় দফায় সাবেক এই প্রেসিডেন্টকে অভিশংসিত করে।
গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে এই অভিশংসনের পদক্ষেপ নেওয়া হয়।