অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। ভারতের পরিস্থিতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের অনুকূলে নয়। ‘তাণ্ডব’ ও ‘মির্জাপুর টু’র মতো বড় দুটি সিরিজ নিয়ে তারা ভীষণ ঝামেলায় রয়েছে। একই সময়ে ‘দ্য ফ্যামিল ম্যান সিজন টু’র জন্য অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এলো খারাপ খবর।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, ১২ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও আপাতত স্থগিত হয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন। এর আগে ১৯ জানুয়ারি টিজার মুক্তির পর বেশ সাড়া পায় নতুন কিস্তি। আমাজনের এ সিদ্ধান্তে হতাশ মূল অভিনেতা মনোজ বাজপেয়ি ও দুই নির্মাতা রাজ-ডিকি।
প্ল্যাটফর্মটির দুই সফল শো ‘মির্জাপুর’ ও ‘তাণ্ডব’ নিয়ে ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে বিক্ষোভ দেখা দিয়েছে ভারত জুড়ে। আদালতেও অভিযোগ গেছে ইতিমধ্যে। এমন পরিস্থিতিতে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগাতে চাইছে না কর্তৃপক্ষ।
আগের সিজন আমলে নিলে এ সিরিজে বিতর্কিত কিছু থাকার কথা নয়, তবে কেন সিদ্ধান্ত? সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তারা বিষয়টি জানেন। কিন্তু কখন কোন বিষয় নিয়ে আপত্তি ওঠে এ পরিস্থিতিতে আগাম অনুমান করা যাচ্ছে না। তাই ভালো সময়ের অপেক্ষা আছে আমাজন।
সূত্রটি আরও জানায়, এ বিষয়ে আসলে রাজ-ডিকে’র করার কিছু নেই। তাড়াতাড়ি পুরো সিরিজটি আমাজনের কাছে জমা দিয়েছে। সিরিজে কোনো পরিবর্তনের ইচ্ছাও তাদের নেই। কারণ দূরবর্তী বিবেচনা থেকেও জটিলতা তৈরির মতো কোনো উপাদান পাননি তারা।