অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈশ এইদিন গরিব দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন। পরে রাজ্যপাল রমেশ বৈশ সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে জানান। এই শিতের মধ্যে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা গরিব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
স্বাস্থ্য ক্ষেত্র থেকে সামাজিক ক্ষেত্রে সর্বদা কাজ করে। রাজ্যের প্রতিটি জেলায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হবে রাজ্যের প্রতিটি জেলার গরিব দুঃস্থদের মধ্যে। যাতে করে গরিব অংশের মানুষের কিছুটা সুবিধা হয়।
আগামিদিনে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা আরও বেশি মানুষের জন্য কাজ করবে বলে আসা ব্যক্ত করেন তিনি।