স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩০ জানুয়ারি।। শনিবার সাতসকালে ছিনতাইকারীরা এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উদয়পুরের নেতাজি পল্লীতে নেতাজি কিন্ডারগার্ডেন স্কুল সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে। সংবাদে প্রকাশ, স্বাস্থ্য দপ্তরে কর্মরত মহিলা রাখি দেববর্মা সকালে ফুল তুলতে রাস্তার পাশে গিয়েছিলেন। তখন একটি মারুতি গাড়ি এসে তার কাছে দাঁড়ায়। গাড়ি থেকে এক ব্যক্তির নামে মহিলাকে জিজ্ঞেস করে তিনি এখানে কি করছেন। কথা বলতে বলতেই ওই লোকটি তার গলার থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।
মহিলা চিৎকার করলে ছিনতাইকারী তার মাথায় আঘাত করে। মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন বেরিয়ে আসার আগেই মারুতি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নেতাজি পল্লী এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ খবর লেখা পর্যন্ত। শহরে নিরাপত্তা নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন এলাকাবাসী।