রবিবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আইনজীবী দীপ্তনু দেবনাথ। এটা গুরুত্বপূর্ণ রায় বলে জানান তিনি। ২০১৯ সালের নভেম্বর মাসে ব্যাংকের গ্রাহক বহির ভট্টাচার্যের একাউন্ট থেকে কলকাতার একটি এটিএম মারফত টাকা তোলা হয়। এই ঘটনায় জেলা ভোক্তা ফোরামে মামলা করেন গ্রাহক বহির ভট্টাচার্য।
২০১৯ সালে রাজ্যে এটিএম ক্লোন করে টাকা তোলার ঘটনা প্রকাশ্যে আসে। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন গ্রাহকের টাকা দেশের অন্য জায়গা থেকে তুলে নেওয়া হয়। সেই ঘটনার জেরে এই মামলা ও জেলা ভোক্তা ফোরামের রায় বলে জানান আইনজীবী দিপ্তনু দেবনাথ।