অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।।সৌদি আরবকে যুক্ত করে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। সম্পাদিত চুক্তি নিয়ে কোনো ধরনের আলোচনা কিংবা এতে কোনো ধরনের পরিবর্তন প্রত্যাখ্যান করেছে তেহরান। খবর: আলজাজিরা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহকে উদ্ধৃত করে শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ‘পরমাণু সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ রেজ্যুলেশন দ্বারা স্বীকৃত একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি যা আলোচনা যোগ্য নয়, এই চুক্তির পক্ষগুলো পরিষ্কার এবং এটি অপরিবর্তনীয়।’
উল্লেখ্য, ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটন পরমাণু চুক্তি থেকে সরে গেলে এবং তেহরানের ওপর পুনরায় অর্থনৈতিক অবরোধ আরোপ করলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে চুক্তির বেঁধে দেওয়া সীমা ভঙ্গ করতে শুরু করে ইরান।
যদি ইরান চুক্তির শর্তাবলি পুরোপুরি মেনে চলে, তাহলেই কেবল পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে নতুন বাইডেন প্রশাসন।
তবে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া পরমাণু কার্যক্রম বাড়ানোর পথ থেকে সরে আসার যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।
সৌদি আরব এবং দেশটির মিত্র সংযুক্ত আরব আমিরাত বলেছে, উপসাগরীয় আরব দেশগুলোকে এই সময়ের যেকোনো সংলাপে যুক্ত করা উচিত। ওই আলোচনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ছায়াগোষ্ঠীকে দেশটির সমর্থনের বিষয়টিও আসা উচিত।
মধ্যপ্রাচ্যে ইয়েমেনসহ কয়েকটি দেশে তেহরানের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া সৌদি আরব ট্রাম্প প্রশাসনের ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের পদক্ষেপকে সমর্থন করেছিল।