অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।।রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডির অভিযোগ বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিরোধী দলের সেই অভিযোগ মান্যতা পাচ্ছে একের পর এক ঘটনায়।
কয়েকদিন আগেই বিহার বিজেপির মুখপাত্রকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। এবার গুলি করা হল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তুতো ভাইকে। জানা গিয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের ভাই রাজকুমার সিংয়ের অবস্থা আশঙ্কাজনক।
শুধু রাজকুমারকে নয় তার এক সহযোগী আলী হাসানকেও গুলি করেছে দুষ্কৃতীরা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে শহরের বৈজনাথপুর মোড়ে দুষ্কৃতীরা সুশান্তের ভাই রাজকুমারকে গুলি করে।
ঘটনার সময় মাধেপুরাতে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন রাজকুমার। বৈজনাথপুর মোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা একটি মোটর বাইকে করে এসে রাজকুমারকে গুলি করে। উল্লেখ্য, রাজকুমারের বাইকের পিছনে থাকা আলী হাসানের শরীরেও গুলি লাগে। নিমেষের মধ্যে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
সম্বিত ফেরার পর উপস্থিত জনতা গুলিবিদ্ধ রাজকুমার ও হাসানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দু’জনের অবস্থাই সঙ্কটজনক। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
হাসপাতালে গিয়ে রাজকুমারের পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। উল্লেখ্য, মাধেপুরায় রাজকুমারের নিজের মোটর বাইকের শোরুম আছে। প্রতিদিন সকাল বিকেলে শোরুমে গিয়ে বসতেন রাজকুমার।
সহর্ষর এসডিপিও সন্তোষ কুমার বলেছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি ব্যবসার কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।
বেশ কয়েকজনকে সন্দেহভাজন মনে করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রকাশ্যেই যেভাবে সকলের চোখের সামনে এই হামলা হয়েছে তার পর ফের একবার বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল।