স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জানুয়ারি।।স্বাস্থ্য দপ্তরের অধীনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির গর্ভনিং বডির এক সভা আজ অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন মুখ্য সচিব মনোজ কুমার৷ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জিতেন্দ্র কুমার সিনহা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল, বিভিন্ন দপ্তরের সচিবগণ সহ স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সুুভাশিষ দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা উপস্থিত ছিলেন৷ সভায় স্বাস্থ্য দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশনের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়ণের বিষয়গুলির ওপর গুরুত্ব আরোপ করা হয়৷
সভায় করোনা জনিত পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা, আরবিএসকে পরিষেবা, টিকাকরণ সহ সংক্রামক ও অসংক্রামক রোগগুলির ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবাকে আরো তরান্বিত করার উপর গুরুত্বারোপ করা হয়৷ সভায় রাজ্য সরকারের সমস্ত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সুুযোগ সুুবিধাগুলি যাতে সাধারণ মানুষ আরো দ্রততার সাথে পেতে পারেন সেসব বিষয়েও পর্যালোচনা করা হয়েছে৷ সভায় দপ্তরের আধিকারিক ও জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরাগণ উপস্থিত ছিলেন৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানান৷