অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল রাতে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই কলম চওড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। সে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত।মৃতার কাকা রামপদ জানিয়েছেন ভাইয়ের সঙ্গে ঝগড়া জেরে তার মা তাকে গালমন্দ করেছিলেন। তাতে খুব অবিমান এ বিষপান করে অঙ্কিতা। এর পেছনে অন্য কোনো কারণ নেই বলেও তিনি স্পষ্ট ভাবে জানান।অষ্টম শ্রেণীর ছাত্রী অঙ্কিতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই কলম চওড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।