অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। চলতি শীতের মরসুমে টি-টোয়েন্টি ম্যাচের মতো মারকাটারি ব্যাটিং করছে শীত। শীতের তাণ্ডবে ভূস্বর্গ কাশ্মীরের ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। শনিবার শ্রীনগরের রাত ছিল শীতলতম। তাপমাত্রা নেমে দাঁড়ায় মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত ৩০ বছরের মধ্যে এ ধরনের হাড় কাঁপানো ঠান্ডা দেখেনি জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর।
স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এর আগে ১৯৯১-এ শ্রীনগরে তাপমাত্রা নেমেছিল মাইনাস ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। ৩০ বছর পরে এতটাই নামল পারদ। এটাই চলতি শীতের মরসুমে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার এই তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বানুমান। তবে সোমবার থেকে জম্মু কাশ্মীর ও লাদাখে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর থেকে কাশ্মীরে শুরু হওয়া বরফ পড়ার উৎসব ‘চিলাই কালান’ রবিবার শেষ হয়। ভূস্বর্গে যে ৪০ দিন ভয়ানক শীত থাকে তাকেই মানুষ চিলাই কালান নামে চেনে। এরপর শুরু হবে ২০ দিনের ‘চিলাই খুর্দ’ অর্থাৎ অল্পসময়ের ঠান্ডা। তারপর ১০ দিনের ‘চিলাই বাচ্চা’ অর্থাৎ আরও অল্প ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন ভূস্বর্গে তুষারপাত ও শৈত্য প্রবাহের দাপট অব্যাহত থাকবে।
তবে শুধু শ্রীনগর নয়, জম্মু-কাশ্মীরের বেশিরভাগ অঞ্চলেই প্রবল ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার রাতে গুলমার্গের তাপমাত্রা ছিল মাইনাস ৮ ডিগ্রি। পহেলগাঁওয়ে মাইনাস ১২ডিগ্রি, লে-লাদাখে মাইনাস ১৭ ডিগ্রি, কারগিলে মাইনাস ১৭.৪ ডিগ্রি, জম্মুতে মাইনাস ৫.৮ ডিগ্রি, কাটরায় মাইনাস ৫.৪ ডিগ্রি, দ্রাসে মাইনাস ২৬.৩ ডিগ্রি, বানিহালে মাইনাস ১.৪ ডিগ্রী।