স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জানুয়ারি।। ২৭ জানুয়ারি রাজধানীর সিটি সেন্টারের সন্মুখে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের জয়েন্ট মোভমেন্ট কমিটির গনঅবস্থানকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। এই ঘটনার আহত হয় বেশকয়েকজন শিক্ষক শিক্ষিকা সহ পুলিশ কর্মী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ দুইটি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে ১২ জন শিক্ষক নেতাকে অভিযুক্ত করে। পরবর্তী সময় পশ্চিম আগরতলা থানা থেকে সেই ১২ জন শিক্ষক নেতার নামে নোটিশ পাঠানো হয়।
সেই নোটিশ হাতে পাওয়ার পর শনিবার অভিযুক্ত শিক্ষক নেতারা তাদের আইনজীবী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পশ্চিম থানায় আসে। এবং তারা পুলিশের দেওয়া নোটিসের পরিপ্রেক্ষিতে জবাব দেয়। আইনজীবী ভাস্কর দেববর্মা অভিযুক্ত শিক্ষক নেতাদের পশ্চিম আগরতলা থানায় আসার উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান।