সুুস্থ ও সবল দেহের জন্য চাই নিয়মিত শরীরচর্চা : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ জানুয়ারি।। সুুস্থ ও সবল দেহের জন্য চাই নিয়মিত শরীরচর্চা৷ সুুস্থ দেহই পারে সুুস্থ মন গড়তে৷ আর তা হলেই স্বচ্ছতার সাথে কাজ করা সম্ভব৷ কারণ সুুস্থ দেহ, সুুস্থ মন এবং স্বচ্ছ কাজ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ আজ সকালে আগরতলা এম বি বি কলেজ সংলগ কলেজটিলা হেলথ এণ্ড ফিটনেস সেন্টারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, সুুস্থ দেহ ও সুুস্থ মনই মানুষের মধ্যে ভাল কিছু করার মানসিকতা সৃষ্টি করতে পারে৷ এই হেলথ এণ্ড ফিটনেস সেন্টারে শরীর চর্চাও করা যাবে৷

আমাদের দেশের মুনি ঋষিরা প্রাচীনকালে নিয়ম করে যোগাভ্যাসের মধ্য দিয়ে শরীরকে সবল ও সতেজ রাখতেন৷ যা আমাদের ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির এক বিশেষ অঙ্গ৷ ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির পরম্পরার এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে৷ তিনি বলেন, আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য আধুনিক ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নমূলক যে কাজগুলি করে গেছেন সেই ঐতিহ্য, ইতিহাসের ধারাতেই ত্রিপুরা বিকাশের পথে অগ্রসর হচ্ছে৷ অনুষ্ঠানে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, এলাকার প্রবীণ নাগরিক স্বপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক দীপক চন্দ্র কর৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?