টিকা রপ্তানিতে ইইউর হস্তক্ষেপের সমালোচনায় ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে উৎপাদিত কোভিড-১৯ এর টিকা রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণার কঠোর সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, এর ফলে মহামারি আরো দীর্ঘস্থায়ী হতে পারে।

করোনাভাইরাস মোকাবেলায় ইইউভুক্ত দেশগুলোতে গত ২৭ ডিসেম্বর থেকে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। সেখানে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। কিন্তু ইউরোপের দেশগুলোতে টিকার সরবরাহ সংকট দেখা দেওয়ায় ইইউ সেখানে উৎপাদিত টিকার রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়।

টিকার রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্তকে খুবই উদ্বেগজনক প্রবণতা বলে বর্ণনা করেন ডব্লিউএইচওর উপ প্রধান মারিআঞ্জেলা সিমাও। এ সিদ্ধান্তের ফলে ইইউভুক্ত দেশগুলোতে অবস্থিত কারখানায় উৎপাদিত টিকা ইইউর বাইরের দেশে রপ্তানি করতে এখন ইইউর অনুমতি নিতে হবে। বেলজিয়ামে অবস্থিত ফাইজারের কারখানা থেকে বর্তমানে যুক্তরাজ্যে টিকা রপ্তানি করা হচ্ছে।

এ বিষয়ে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘নিজেদের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া আমাদের কাছে সব কিছু আগে এবং আমাদের এখন যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাতে আমাদের সামনে এটা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। ইইউর এ সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ১০০টি দেশকে ভুগতে হবে।

এর আগে ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, টিকার জাতীয়করণের’ ফলে মহামারীর অবসান হতে ‘আরো দীর্ঘসময় লাগতে পারে। টিকার মজুদের ফলে মহামারী চলতেই থাকবে…বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতিও ধীর হয়ে পড়বে। এছাড়া এটি মানবিক মূল্যবোধের বিপর্যয় ডেকে নিয়ে আসবে। যার ফলে বিশ্বজুড়ে বৈষম্য আরো বাড়বে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?