অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। “সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই” এই ক্যাপশন দিয়েই প্রি ওয়েডিং ফটোশুট সারলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। হবু স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে পোজ দিলেন দেবর্ষি সরকারের ক্যামেরার সামনে। সূতির শাড়ি ও সাদা কুর্তির মেলবন্ধনে ইমনকে সাজিয়ে তুলছিলেন মেকআপ আর্টিস্ট বিথি রায়। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করলেন। দুষ্টু-মিষ্টি ভালবাসার এই অবসরেই একেবারে নীলাঞ্জনের কোলে উঠে পড়েছিলেন ইমন। সেই মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়।
উল্লেখ্য, অক্টোবর মাসে নীলাঞ্জনের সঙ্গে আংটি বদলের কথা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইমন। করোনা পরিস্থিতির জন্য সেই অনুষ্ঠানও সেরেছিলেন ঘরোয়া ভাবে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের চার হাত এক হবে। শোনা গিয়েছে, বিয়েতেও খুব বেশি আড়ম্বর করবেন না সংগীতশিল্পী। ইচ্ছে অনেক থাকলেও কোভিড পরিস্থিতির জন্য বড় করে অনুষ্ঠান করবেন না বলে খবর।
গত বৃহস্পতিবার ট্যুইটারে ভক্তদের সঙ্গে একটি প্রশ্ন-উত্তর পর্ব চলাকালীনও কপিল জানান, দ্বিতীয়বার তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। সে সময়ই এক নেটিজেন কপিলকে প্রশ্ন করেন, ‘দ্য কপিল শর্মা শো’ কি বন্ধ হয়ে যাবে? এর উত্তরে কপিল জানান, একটা ছোট্ট বিরতি। এ সময়টা পরিবারের সঙ্গে, স্ত্রীর পাশে থাকতে চান বলেও জানান তিনি। আর সে কারণেই একটু ব্রেক নিচ্ছেন শো থেকে। অন্য এক ভক্ত কপিলকে জিজ্ঞাসা করেন, “ভাই না বোন, আনায়রার জন্য কী চান আপনি?” উত্তরে কপিল লেখেন, “ছেলে হোক বা মেয়ে, সুস্থ হোক ব্যাস।”