বিবিসি জানায়, প্রাদেশিক রাজধানী বান্দা আচেহতে প্রকাশ্যে ওই দুই ব্যক্তিকে ৭৭টি দোররা মারা হয়। গত নভেম্বর প্রতিবেশীদের দ্বারা সমকামী হিসেবে চিহ্নিত হন তারা।
স্থানীর প্রশাসনের আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা মুখোশ ও আপাদমস্তক পোশাক পরে ২৭ ও ২৯ বছর বয়সী ওই দুই তরুণের পিঠে বেত্রাঘাত করে।
বার্তা সংস্থা এএফপি জানায়, দুজনকেই বেত্রাঘাত করার সময় মাঝখানে বিরতি দেয়া হয়েছিল এবং পানি পানের সুযোগ হয় তাদের। বেত্রাঘাতের ঘটনা সহ্য করতে না পেরে এক তরুণের মা অজ্ঞান হয়ে পড়েন।
ঘনিষ্ঠ অবস্থায় পাওয়ায় একইদিন এক ব্যক্তি ও এক নারীকে ২০টি করে বেত্রাঘাত করা হয়। এ ছাড়া মদ্যপান করার জন্য দুই ব্যক্তিকে করা হয় ৪০ বেত্রাঘাত।
আচেহ হচ্ছে ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ, যেখানে ইসলামি শরিয়া প্রয়োগ করা হয়। জুয়া খেলা, মদ্যপান, নারী-পুরুষের মধ্যে মেলামেশা ও অবৈধ যৌনাচারের জন্য প্রকাশ্যে শাস্তির বিধান রয়েছে সেখানে।