দিল্লির ইরানি দূতাবাসের সামনে বিস্ফোরণের দায় স্বীকার করল জঙ্গি সংগঠন

অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।।শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো নাম। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের দায় স্বীকার করল জঙ্গি সংগঠন জইশ-উল-হিন্দ। এই বিস্ফোরণ নিয়ে তাদের টেলিগ্রাম চ্যাট ফাঁস হয়ে গিয়েছে। তদন্তকারীরা সেই চ্যাট খতিয়ে দেখছে।

গতকাল রাতে দিল্লিতে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে ইজরায়েলি দূতাবাসের সামনে হাইসিকিউরিটি জোন এলাকায়। সিসিটিফি ফুটেজে দুই সন্দেহভাজনকে একটি পার্সেল  ইজরায়েলি দূতাবাসের সামনে রেখে যেতে দেখা গিয়েছে। পাওয়া গিয়েছে একটি চিঠিও। তাতে লেখা রয়েছে বিশ্বাসঘাতক।

দিল্লিতে শুক্রবারের বিস্ফোরণ স্থলের খুব সামনে থেকেই মিলেছে একটি হুমকি চিঠি। উদ্ধার হয়েছে একটি সন্দেহজনক খাম ও আধপোড়া ওড়না। ওই চিঠিতে ইরানের বিশিষ্ট নিউক্লিয়ার বিজ্ঞানীকে খুনের কথা তোলা হয়েছে। তদন্তকারীদের ধারণা, গতকালের ঘটনা ট্রেলার মাত্র। জঙ্গিরা বড় ধরনের কোনও ষড়যন্ত্র করেছে।

বিস্ফোরণ স্থলে বিস্ফোরণ ঘটানোর জন্য অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। এই হুমকি চিঠিতে বলা হয়েছে ইরানের বিজ্ঞানী কাসিম সোলাইমানির হত্যার বদলা নেওয় হবে।

ঘটনার জেরে এই বিস্ফোরণের ঘটনায় ইরানের জড়িত থাকার কথা শোনা যাচ্ছে। শুক্রবারের এই বিস্ফোরণের তদন্তে শিঘ্রই দিল্লি আসছে ইহরাইলের গোয়েন্দা দল। সূত্রের খবর, গোটা ঘটনার পিছনে নাশকতামূলক ষড়যন্ত্রের পরিকল্পনা থাকতে পারে।

স্থানীয় সিসি টিভির ফুটেজে দেখা গিয়েছে, একটি ক্যাব থেকে নেমে দুই ব্যক্তি এলাকায় ইতস্তত ঘুরছিল। তার কিছু পরেই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা।

শুক্রবার রাতভর বিস্ফোরণস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ। বিস্ফোরণস্থল থেকে মেলা চিঠিটি ইজরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে লেখা হয়েছিল বলে খবর।

শুক্রবার যে দুই ব্যক্তিকে ক্যাব থেকে নামতে দেখা যায় তাদের খোঁজ পেতে এলাকার সমস্ত ট্যাক্সিচালককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ মনে করছে, শুক্রবার সামান্য ঘটনার উপর দিয়ে গিয়েছে। আসলে জঙ্গিদের কোনও বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে।

ঘটনার জেরে ইতিমধ্যেই মুম্বইয়ের নরিম্যান হাউস-সহ ইহুদি অধ্যুষিত বিভিন্ন জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ২৯ জানুয়ারি বিকেল পাঁচটায় দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে একটি বিস্ফোরণ ঘটে। তবে ও

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?