আইন আইনের পথে চলবে, দিল্লির হিংসা নিয়ে বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। গত শনিবার ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন কৃষকদের মিছিলকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়েছিল দিল্লিতে। বিক্ষোভকারীদের একাংশ লালকেল্লায় ও পৌঁছে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা জাতীয় পতাকা উত্তলনের দণ্ডে একটি ধর্মীয় ও কৃষক সংগঠনের পতাকা উড়িয়ে দেন বলে অভিযোগ।

গোটা ঘটনায় এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সর্বদল বৈঠকে তিনি বলেন, ‘আইন তাঁর নিজের পথে চলবে।’ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ দায়ের হয়েছে রাকেশ টিকাইত, যোগেন্দ্র যাদব সহ বেশকিছু কৃষক নেতার বিরুদ্ধে। গ্রেফতারও করা হয়েছে ওইদিনের মিছিলে যোগ দেওয়া বেশকিছু কৃষককে।

যদিও এরপরেও আন্দোলন প্রত্যাহারে নারাজ কৃষকরা। গত ২৬ তারিখ দিল্লিতে বিক্ষোভ চলাকালীন মৃত্যু হয়েছিল নভরীত সিং বলে এক কৃষকের। পুলিশের দাবি ট্রাক্টর উল্টে তাঁর মৃত্যু হয়। যদিও মৃতের পরিবারের দাবি পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তের রিপোর্ট মানতে রাজি নন মৃতের পরিবার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?