অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।।চলছে কর্নাটক বিধানসভার অধিবেশন। বিধানসভার অধিবেশনে বসেই পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠল কংগ্রেস বিধায়ক প্রকাশ রাঠোরের বিরুদ্ধে।
বিধায়কের পর্নোগ্রাফি দেখার ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র নিন্দার মুখে পড়েছেন রাঠোর। ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে কর্নাটক বিধানসভার অধিবেশন। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
শুক্রবার যখন অধিবেশন চলছে সে সময় বিধায়ক রাঠোরকে দেখা যায় নিজের আসনে বসে একমনে মোবাইলে পর্নোগ্রাফি ভিডিয়ে দেখছেন। বিধায়কের এই কাজটি মোবাইলে রেকর্ড করেন অন্য এক বিধায়ক।
যা স্থানীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়ো ভাইরাল হতেই, রাজ্য রাজনীতি তথা দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রকাশ।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিধানসভায় আলোচনার জন্য তিনি কিছু প্রশ্ন ঠিক করে রেখেছিলেন। সেই প্রশ্নের ফাইল খুলতে গিয়ে তিনি দেখেন তাঁর মোবাইলের মেমোরি ফুল হয়ে গিয়েছে।
সে কারণেই তিনি কিছু ফাইল ডিলিট করতে গিয়েছিলেন। সে সময়ে ওই পর্নোগ্রাফির ভিডিয়ো বেরিয়ে আসে। একই সঙ্গে প্রকাশ দাবি করেন, বিধানসভার মতো এক জায়গায় বসে তিনি কখনওই এ ধরনের কাজ করতে পারেন না।
তবে এই প্রথম কর্নাটক বিধানসভায় বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠল তা নয়। এর আগে বিজেপি নেতা লক্ষ্মণ সাভাডি-সহ আরও দুই নেতার বিরুদ্ধে বিধানসভায় বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছিল। এই মুহূর্তে লক্ষ্মণ সাভাডি কর্নাটকের উপমুখ্যমন্ত্রী এবং পরিবহণ দফতরের দায়িত্বে রয়েছে তাঁরই হাতে।