অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন হিরণ। এবার জোড়া ফুল ছেড়ে এবার পদ্মাসনে বসতে চলেছেন টলি পাড়ার অন্যতম মুখ।
একুশের বিধানসভা নির্বাচনের আগে শিবির বদলাতে শুরু করেছেন টলিউডের একাধিক অভিনেতা। রুদ্রনীল ঘোষ থেকে কৌশিক রায়-সহ একাধিক অভিনেতার রাজনৈতিক শিবির বদলের খবরে সরগরম হয়ে উঠতে শুরু করেছে রাজ্য-রাজনীতি। বিজেপিতে যোগ দেওয়ার জন্য শনিবার দিল্লি উড়ে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রর শিবির বদলের খবর নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় হিরণ চট্টোপাধ্যায়ও তাঁর রাজনৈতিক পরিচয় পালটাতে চলেছেন বলে খবর।
অন্যদিকে শুক্রবার বিজেপিতে যোগ দেন খড়কুটো খ্যাত অভিনেতা কৌশিক রায়। খড়কুটোর সৌজন্যর বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই অবাক হন অনেকে। যদিও মানুষের সেবা করতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান কৌশিক।