অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে গত প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে প্রতিবাদে জানাচ্ছেন কৃষকরা। শনিবার সর্বদল বৈঠকে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় এখনও রাজি। ১৮ মাস আইন স্থগিত রাখার কথা বলা হয়েছে সরকারের তরফে। ২২ জানুয়ারি পর্যন্ত একাধিক দফায় আলোচনা হয়েছে কৃষকদের সঙ্গে কেন্দ্রের। সরকার এখনও আলোচনায় রাজি। মাত্র এক ফোন দূরে রয়েছেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার’। যদিও প্রধানমন্ত্রীর এই দাবি মানতে রাজি নন আন্দোলনরত কৃষকরা। তাঁদের দাবি, আইন প্রত্যাহারই একমাত্র পথ।
অন্যথায় আন্দোলন চলবে। এদিনের সর্বদল বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছে, কেন্দ্রের উচিত সংখ্যা গরিষ্ঠতার জেরে গায়ের জোরে আইন পাস না করিয়ে, সরকারের উচিত বিরোধীদের মতকে গুরুত্ব দেওয়া।