দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাহুল, চাঞ্চল্যকর অভিযোগ স্মৃতি ইরানির

অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। রাহুল গান্ধির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার স্মৃতি বলেন, রাহুল গান্ধি কৃষকদের হিংসাত্মক আন্দোলনে মদত দিচ্ছেন। সাধারণতন্ত্র দিবসের দিন লালকেল্লায় যা ঘটেছে তা দেখেছে গোটা দেশ।

কিন্তু ওই ঘটনার পরেও রাহুল যে ভাষায় সরকারকে হুশিয়ারি দিয়েছেন তা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নামান্তর মাত্র। এই মুহূর্তে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রয়েছে। কিন্তু রাহুল সেটা চান না। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি জটিল করে তুলতে আসরে নেমেছেন।

উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসে দিল্লির অশান্তি ও লালকেল্লার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন করেন রাহুল। একই সঙ্গে রাহুল বলেন, যতক্ষণ না ওই তিন কৃষি আইন বাতিল করা হচ্ছে ততক্ষণ কৃষকরা রাস্তা থেকে এক ইঞ্চিও সরবেন না।

বরং আগামী দিনে কৃষকদের বিক্ষোভ আন্দোলন গোটা দেশেই ছড়িয়ে পড়বে বলে রাহুল হুমকি দেন। কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, দেশের চলতি সমস্যার সমাধান করতে সরকারের উচিত দ্রুত কৃষি আইন বাতিল করে তা ডাস্টবিনে ফেলে দেওয়া।

রাহুল আরও বলেন গাজীপুরে পুলিশ মোতায়েন করে সিঙ্ঘুতে পাথর ফেলে বা অন্য কোনও ষড়যন্ত্র করে সরকার কৃষকদের সরাতে পারবে না। কারণ গোটা দেশ ওদের পাশে আছে। কৃষকরা সরকারের কোনও কাজেই ভয় পায় না।

রাহুলের এই সমস্ত কথাকেই দেশের বিরুদ্ধে যুদ্ধ বলে তোপ দাগলেন স্মৃতি। স্মৃতি এদিন বলেন, দেশবাসীর কাছে আমার অনুরোধ রাহুলের এই প্ররোচনামূলক ভাষণে কান দেবেন না। সকলেই শান্তি বজায় রাখুন।

গোটা দেশ দেখেছে ২৬ জানুয়ারি দিল্লিতে কি ধরনের ঘটনা ঘটেছে। ওই ঘটনার পুনরাবৃত্তি চায় না মানুষ। ইতিহাসে এই প্রথমবার কংগ্রেসের কোনও নেতা এ ধরনের অশান্তি ছড়ানোর কথা বললেন।

স্মৃতি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে। কংগ্রেস অবশ্য এদিন স্মৃতির দাবি উড়িয়ে পাল্টা বলেছে, রাহুল গান্ধি প্ররোচনামূলক কোনও মন্তব্য করেননি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?