অহিংসা দিবসে জাতির জনকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা, দেশব্যাপী নান কর্মসূচি

অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। শনিবার ছিল জাতির জনক মহাত্মা গান্ধির ৭৩ তম আত্মবলিদান দিবস। এদিন সকালে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার বাপুজির মৃত্যু দিনটি গোটা বিশ্ব জুড়ে অহিংসা দিবস হিসেবে পালিত হয়। মহাত্মাকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করেন, মহাত্মার পুণ্যতিথিতে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজও বাপুজির আদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায়।

ভারতকে স্বাধীন করতে ও ভারতবাসীর উন্নতি সাধনে তাঁর আত্মত্যাগ দেশবাসী চিরকাল মনে রাখবে। দেশের স্বাধীনতার জন্য যে সমস্ত মানুষ নিজেদের প্রাণ দিয়েছেন আমরা তাঁদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেন, গোটা দেশের পক্ষ থেকে আমি জাতির জনক মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাই। আজকের দিনেই তিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। তাঁর দেখান শান্তি অহিংসা ও সরলতার আদর্শ প্রত্যেককেই মেনে চলতে হবে।

আসুন আজ প্রতিজ্ঞা করি, আমরা সকলে গান্ধির দেখানো সত্য, ভালবাসা ও অহিংসার পথ অনুসরণ করব। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বাপুজির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাহুল টুইট করেছেন জনসমর্থন না পেলেও সত্য সব সময় নিজের জায়গায় অটুট থাকে।

সত্যকে কখনওই কেউ তার জায়গা থেকে সরাতে পারে না। যথারীতি আগরতলায় গান্ধিঘাটে গান্ধির স্মৃতিচারণ করা হয়। গান্ধিঘাটে এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দেশের প্রতিটি রাজ্যের বিভিন্ন এলাকায় গান্ধি স্মরণ হয়েছে।

সব রাজনৈতিক দলই এদিন গান্ধির মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখ্য। হাজার ১৯৪৮-এর ৩০ জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে নিহত হয়েছিলেন জাতির জনক। নয়াদিল্লির গান্ধি হাউসের সামনেই তাঁকে গুলি করা হয়েছিল।

ওই দিন এক প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন গান্ধিজি। তখনই তাঁর পথ আটকে তাঁকে খুব কাছ থেকে গুলি করে খুন করেন গডসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?