অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। অর্থাৎ আগামী মাসের ১৪ তারিখ হল বিশ্ববাসীর কাছে ভালবাসার দিন। এই দিনটি ঘিরে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে।
কিন্তু তা বলে বয়ফ্রেন্ড খুঁজে নিতে কলেজের নোটিশ! হ্যাঁ ঠিকই শুনেছেন, এমন ঘটনা ঘটেছে আগ্রা শহরে। যাকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়।
কারণ ওই নোটিশে স্পষ্ট বলা হয়েছে ১৪ ফেব্রুয়ারির আগে সমস্ত ছাত্রীকে অন্তত একজন করে বয়ফ্রেন্ড খুঁজে নিতেই হবে। নিরাপত্তার খাতিরেই নাকি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সেই ছবি নিমেষের মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাটি ঘটেছে আগ্রার সেন্ট জন্স কলেজে। এই কলেজের নাম লেখা লেটারহেডে এমন একটি নোটিসের ছবি ভাইরাল হয়েছে।
তাতে প্রত্যেক ছাত্রীকে বয়ফ্রেন্ড খোঁজার নির্দেশ দেওয়ার পাশাপাশি এও বলা হয়েছে, সঙ্গে বয়ফ্রেন্ড না নিয়ে এলে একা কোনও ছাত্রী ওই দিন কলেজে ঢোকার অনুমতি পাবেন না। বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা সাম্প্রতিক ছবিও দেখাতে হবে তাঁকে। তবেই মিলবে প্রবেশের অনুমতি।
তবে এমন নোটিশ জারি করার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। গোটাটাই যে ভুয়ো, তাও বলেছেন তাঁরা।
এমনকি লেটারহেড এবং তাতে অধ্যাপকের সই, সবটাই জাল করা হয়েছে বলেও কলেজের তরফে জানা গিয়েছে। তবে এমন খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।