বন্য হাতির আক্রমণে নিহত মহিলার পরিবারকে সরকারি সাহায্যের দাবীতে জাতীয় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ জানুয়ারি।। বন্য হাতির আক্রমণে নিহত এক উপজাতি রমণী খিলংতি দেববর্মা-র পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং সরকারি চাকরি ও হাতি বিচরণ এলাকা গুলিকে সুরক্ষার দাবিতে  চাকমাঘাটে জাতীয় সড়কে অবরোধ করে স্থানীয়  উপজাতি জনগণ। এই দিন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের পর চাকমাঘাট এলাকায় মৃত খিলংতি দেববর্মার  মরদেহ ব্যারেজ  সংলগ্ন আসতেই জনগণ উত্তেজিত হয়ে পড়ে।পরে মৃতদেহটি জাতীয় সড়কে নিয়ে আসে ।  জাতীয় সড়ক অবরোধ করে ।

এদিকে শুক্রবার হাসপাতালের তরফ থেকে ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহটি  শবদেহ বহনকারী গাড়ি করে চাকমাঘাট এলাকায় নিয়ে আসে একটা নাগাদ। এদিকে আগের থেকেই চাকমাঘাট ব্যারেজ এলাকায়  শত শত লোক বসে থাকে সকাল থেকে। অপেক্ষা করতে থাকে কখন নাগাদ হাতির আক্রমণে নিহত খিলিংতি দেববর্মার নিথর দেহ নিজ বাড়িতে নিয়ে আসবে। পরে একটা নাগাদ মৃত দেহটি এলাকায় চাকমাঘাট এলাকায় নিয়ে আসতেই এলাকাবাসীরা মৃতদেহ দেখতে উত্তেজিত হয়ে পড়ে। পরে মৃতদেহটি নিয়ে জাতীয় সড়কে পথ অবরোধে বসে স্থানীয় উপজাতি জনগণ।

দীর্ঘ সাড়ে তিন ঘন্টা জাতীয় সড়কে অবরোধ চললেও পুলিশ ছাড়া উচ্চপদস্থ আধিকারিকদের দেখা মিলেনি। সাড়ে তিন ঘন্টা  অতিক্রান্ত হওয়ার পর   তেলিয়ামুড়া ডি সি এম  প্রদীপ দেববর্মা এবং তেলিয়ামুড়া ফরেস্ট এসডিএফও নিত্য গোপাল রায়, মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা, ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বি  রেড্ডি সহ বিশাল পুলিশবাহিনী ছুটে আসে । পরে দফায় দফায় অবরোধকারীদের সাথে কথাবার্তা বলার পর  আশ্বাস দেওয়া হয় আগামী ১ ফেব্রুয়ারি  জেলা শাসক পর্যায়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসে বৈঠক হবে।  এই আশ্বাস পেয়ে স্থানীয় অবরোধকারীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?