অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। প্রাক্তন উপরাষ্ট্রপতি তাঁর স্মৃতিকথা বলা এক বইতে লিখেছেন, রাজ্যসভায় হই-হট্টগোলের মধ্যে বিল পাসের জন্য চাপ দিত মোদি সরকার। এই অভিযোগ জানাতে গিয়ে আনসারি সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলেছেন।
আনসারির অভিযোগের প্রেক্ষিতে নিতান্তই বেকায়দায় পড়েছে মোদি সরকার। পরিস্থিতি সামাল দিতে কংগ্রেস আমলের পরিসংখ্যান তুলে এনে প্রাক্তন উপরাষ্ট্রপতিকে নিশানা করেছে কেন্দ্রের শাসক দল।
প্রাক্তন উপরাষ্ট্রপতি আনসারি তার স্মৃতিকথা ‘বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট’ বইয়ে দাবি করেছেন, রাজ্যসভায় হট্টগোলের মধ্যে বিল পাসের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর উপর চাপ সৃষ্টি করেছিলেন। যদিও তিনি কখনওই হই-হট্টগোলের মধ্যে কোনও বিল পাস করাতে অস্বীকার করেন।
আনসারির এই বক্তব্যে রীতিমতো বেকায়দায় পড়েছে মোদি সরকার। কারণ বিরোধীরা অভিযোগ করে, নরেন্দ্র মোদি সরকার এভাবেই হই- হট্টগোলের মধ্যে বিল পাস করিয়ে নেয়।
যার জ্বলন্ত উদাহরণ হল তিন কৃষি বিল পাস করিয়ে আইনে পরিণত করা। এতদিন বিরোধীরা যে অভিযোগ করছিলেন, সেটাই এবার প্রাক্তন উপরাষ্ট্রপতির মুখে শোনা গেল।
যদিও আনসারিকে পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের শাসক দল। তাদের কথায় উপরাষ্ট্রপতি থাকাকালীন ইউপি-এর আমলে রাজ্যসভায় হই হট্টগোলের মধ্যে পাস হয়েছিল ১৩ টি বিল।
২০০৭ থেকে ২০১৪-র মধ্যে ওই বিলগুলি রাজ্যসভায় পাস হয়েছিল। সে সময় উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান।