অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি।।কিউবাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে দেশটির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে এ ঘটনা ঘটে।
শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, হেলিকপ্টারটিতে থাকা পাঁচজন ক্রুর সবাই নিহত হয়েছেন। কিউবা সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির রেভল্যুশনারি আর্মড ফোর্সের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হলগুইন থেকে সংক্ষিপ্ত ভ্রমণের উদ্দেশ্যে গুয়ানতানামো প্রদেশে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি তারা।
এর আগে ২০১৮ সালে কিউবাতে বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছিল। হাভানা বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার অল্পসময়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। সে ঘটনায় ১১২ জন নিহত হয়েছিলেন, শুধু একজন বেঁচে গিয়েছিলেন।
এর আগের বছর ২০১৭ সালে পশ্চিমাঞ্চলীয় আর্টেমিসা প্রদেশে রাশিয়া নির্মিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সে ঘটনায় মারা যান ৮ সামরিক কর্মকর্তা।