শুক্রবার দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলেন মল্লিকা শেরাওয়াত। পরনে ছিমছাম সালোয়ার কুর্তা, কপালে তিলক, মুখে মাস্ক, চোখে রোদচশমা। খালিপায়েই মন্দির চত্বরে দেখা গেল অভিনেত্রীকে। শুধু মন্দিরে পুজো দেওয়াই নয়, গঙ্গার ঘাটও ঘুরে দেখেন তিনি।
বলিউডের একসময়ের আলোচিত তারকা মল্লিকাকে দেখতে গঙ্গার ঘাটে ভিড় করেন অসংখ্য মানুষ। জানা যাচ্ছে, শনিবার থেকেই সৌমিক সেনের হিন্দি ওয়েব সিরিজ ‘প্রোডাকশন নম্বর ১’-এর শুটিং শুরু করবেন মল্লিকা শেরাওয়াত। কলকাতার বিভিন্ন প্রান্তে হবে শ্যুটিং।
এবার তিনি মল্লিকা শেরাওয়াতকে নিয়ে ওয়েব সিরিজ ‘প্রোডাকশন নম্বর ১’- বানাতে চলেছেন। শেষবার ২০১৫ সালে ‘ডার্টি পলিটিক্স’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল মল্লিকা শেরাওয়াতকে। তারপর এই ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।