এর মাধ্যমে পয়েন্ট টেবিলের সেরা চারে স্থান করে নিল ইয়ুর্গেন ক্লপের দল। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জেতে শিরোপাধারী লিভারপুল।
একটি করে গোল করেন রবের্তো ফিরমিনো, সাদিও মানে ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। আর টটেনহামের পক্ষে গোল করেন পিয়ের-এমিল হয়বিয়ার্গ। এর আগে দুটি হার ও তিনটি ড্র নিয়ে হতাশায় ছিল লিভারপুল। সঙ্গে ছিল চার ম্যাচের গোলখরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলকে এগিয়ে নেন ফিরমিনো। ক্রস মানে বুক দিয়ে বল নামিয়ে বাড়ান ছয় গজ বক্সে। সহজেই বল ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার-আর্নল্ড। এক মিনিট পরই অসাধারণ এক গোলে ব্যবধান কমান হয়বিয়ার্গ।
এরপর ৬৫তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মানে।
এ নিয়ে ২০ ম্যাচে ১০ জয় ও সাত ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে ছয়ে টটেনহ্যাম।